কলকাতা

‘উচ্ছেদ লক্ষ্য নয়, এক হকারের একটিই জায়গা, নির্দিষ্ট জোন হবে’, পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্য জুড়ে ‘দখল’ মুক্তি অভিযানের মাঝেই বৃহস্পতিবার প্রশাসনিক কর্তাদের নিয়ে ফের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। উচ্ছেদ লক্ষ্য নয়, তবে একজন হকার একটিই জায়গাই পাবেন, একটি সিস্টেম মেনে হকারদের রাখা হবে বলে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, নির্দিষ্ট জোন করে দেওয়া হোক হকারদের। একই টাইপের স্টল করে দেওয়া হোক। স্টলগুলির নম্বর সিরিয়াল করে। হকারদের মাল রাখার জন্য আলাদা বিল্ডিং করার কথাও জানিয়ে দেন তিনি। তিনি বলেন, ‘চাকরি খাওয়ার অধিকার নেই, বেকার করার অধিকার নেই। একটি নির্দিষ্ট নিয়ম দরকার। প্রত্যেকে পুরসভা একই নিয়মে চলবে।’