আজ, শুক্রবার ২১ জুলাই। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ জমা হয়েছিলেন ধর্মতলার বুকে। তৃণমূলের শহীদ সভার মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, কাক ডাকলেও বাংলায় চলে আসছে কেন্দ্রীয় দল। মণিপুর কিংবা উত্তরপ্রদেশে ইডি-সিবিআইয়ের হানা দেয় না। তিনি এও বলেন, বাংলাকে অসম্মান করা হচ্ছে। ভাতে মারার চেষ্টা চলছে। বৃহস্পতিবার বাদল অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে প্রবেশের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুরের ঘটনা নিয়ে বাংলার সঙ্গে তুলনা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে আজ ২১ জুলাইয়ের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর বলেন, বাংলার সঙ্গে মণিপুরের তুলনা করছেন আপনি? বাংলার মা-বোনেদের উপর ভালোবাসা নেই আপনার? এই রাজ্যের সম্মান কেন হরণ কেনও করা হচ্ছে সেই নিয়েও এদিন প্রশ্ন তুলতে দেখা যায় মমতাকে। তৃ্ণমূল সুপ্রিমো বলেন, আমাকে যত খুশি গালি দিন। আমার অভ্যাস আছে এসব। তবে বাংলাকে অসম্মান করবেন না দয়া করে। মূলত মিডিয়ার উপর এই ঘটনা ক্ষোভ উগরে দেন তিনি। বাংলার নামে সারা দেশে নিন্দা করা হচ্ছে বল দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোরপাধ্যায়। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেই দিকে তাকিয়েই গোটা দেশ। তার আগে এনডি এবং ইন্ডিয়া দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে দেশের শাসক-বিরোধী দুই গোষ্ঠী। আজ তৃণমূলের শহীদ সভা থেকেও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হটানোর প্রতিশ্রুতি নিতে দেখা গেলে তৃণমূল নেত্রীকে। এখন দেখার বিষয় ২৪-এর নির্বাচনে তৃণমূলের এই জনসভার প্রভাব পড়ে কতটা।