কলকাতা

সংসদ থেকে বিধানসভায় বিজেপিকে মোকাবিলায় জন্য নীতি নির্ধারণ, আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

সংসদ থেকে রাজ্য বিধানসভা। বিজেপিকে মোকাবিলার ব্লুপ্রিন্ট কী? ঠিক করতে আজ, সোমবারই বৈঠকে তৃণমূলের জাতীয় কর্মসমিতি। উপনির্বাচনে রাজ্যের ছয় আসনে ঝড় তুলে এবার রণকৌশল বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড-মহারাষ্ট্রের সমীকরণ নিয়েও বৈঠকে কথা হবে। আজ, সোমবার বিকেল চারটে থেকে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির বৈঠক হবে। সাংসদ-বিধায়ক নিয়ে ২২ সদস্য কর্মসমিতিতে আছে। জাতীয় ক্ষেত্রে তৃণমূলের অবস্থান, সংসদে ভূমিকা ও সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কী কী পরিবর্তন করা উচিত, তা নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া দলের অন্দরের রদবদল ইস্যুও এই বৈঠকে গুরুত্ব পাবে বলে সূত্রের খবর। আজ, সোমবার থেকেই শুরু হচ্ছে বিধানসভা ও লোকসভার শীতকালীন অধিবেশন। লোকসভায় তৃণমূলের অবস্থান কী থাকবে, তা নিয়ে আলোচনা হতে পারে কর্মসমিতির বৈঠকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলের রদবদল। বেশ কিছুদিন ধরেই চর্চায় রদবদল। এ বিষয়ে একাধিক শীর্ষনেতারা কথা বলেছেন। কিন্তু কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, এই কর্মসমিতির বৈঠকে রদবদল নিয়েও আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই বৈঠক থেকেই বিশেষ বার্তা দেওয়া হবে। কোথায়, কেমন স্ট্র‌্যাটেজি নিতে হবে সেটা এই বৈঠকে বাতলে দেওয়া হবে। তাই সোমবার দলের বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। আর বৈঠক হবে কালীঘাটে। সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কোন কোন বিষয় তুলে ধরবেন, বিধানসভায় কোন ইস্যুগুলিতে চর্চা করতে হবে সে বিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। তবে জাতীয় রাজনীতির পেক্ষাপটে তৃণমূল কংগ্রেস আগামী দিন কী অবস্থান নিতে চলেছে, সেটা সম্পর্কেও জানা যাবে।