মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন ভোটে জিতলে সন্দেশখালি যাবেন । বছর শেষের আগেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগামী সোমবার সন্দেশখালি যাচ্ছেন তিনি । ওইদিন দুপুর একটায় সন্দেশখালিতে সরকারি পরিষেবা প্রদানের একটি অনুষ্ঠান রয়েছে । যেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, ওই অনুষ্ঠান থেকে প্রায় 2000 মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন তিনি । এদিন সাংবাদিক সম্মেলন থেকে সন্দেশখালি যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না ? আমি বলেছিলাম, পরে যাব । আগামী 30 ডিসেম্বর বেলা একটায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালি যাব । সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে ।”প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারির শুরুতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি । এরপর শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে । রাস্তায় নামেন মহিলারা । সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালি । অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসকদল । বিরোধীরা সরব হয় । এমনকি, লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা । তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি নির্বাচনে জিতলে সন্দেশখালি যাবেন । আর বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি জানালেন, আগামী 30 ডিসেম্বর সন্দেশখালিতে সরকারি কর্মসূচিতে পা রাখবেন তিনি ।মুখ্যমন্ত্রী এদিন সন্দেশখালি যাওয়ার পাশাপাশি ঘোষণা করেছেন, আগামী 6 জানুয়ারি গঙ্গাসাগর মেলা পরিদর্শনে যাবেন তিনি । 7 তারিখ ফিরে আসবেন । আট তারিখ তিনি জানিয়েছেন, বাবুঘাটে গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন । ওইদিন ওই মঞ্চ থেকেই জল পরিবহণের জন্য একটি ই-ভেসেল উদ্বোধনের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, আগামী বছরের শুরুতেই নবান্ন সভাঘরে দফতরগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন তিনি । এই বৈঠক হবে আগামী 2 জানুয়ারি দুপুর একটায় । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই বৈঠক থেকেই নতুন বছরে সরকারের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি ।