কলকাতা

তৃণমূলের চেয়ারপার্সন পদে পুনর্নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার সকালে দলের সাংগঠনিক নির্বাচন ঘিরে উৎসবের মেজাজে ছিলেন ঘাসফুলের কর্মী-সমর্থকেরা। করোনা দূরত্ববিধি মাথায় রেখেই হয়েছে এই নির্বাচন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বসম্মতভাবে। ওই পদে আর কেউ মনোনয়নপত্র দাখিল না করায় তিনিই ছিলেন একমাত্র প্রার্থী।দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সরকারিভাবে চেয়ারপার্সন পদে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নাম ঘোষণা করেন। তৃণমূলের আত্মপ্রকাশের পর থেকে তিনিই চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত হয়েছেন। এবারেও তার অন্যথা হবে না, তা ধরে নেওয়া হয়েছিল। এই জয় থেকে আরও  একটা বিষয় স্পষ্ট। তৃণমূল শিবির তাঁর নেতৃত্বেই আগামীদিনে এগোতে চায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থা‍ৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের সেকেন্ড ইন কম্যান্ডের দায়িত্বে থাকলেন ডায়মন্ডহারবারের সাংসদ। দলের সহ-সভাপতি হিসেবে বেছে নেওয়া হলো প্রাক্তন সাংসদ সুব্রত বক্সিকে। বুধবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তবে দলের রাজ্য সভাপতির পদ ফাঁকাই রইল। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, যশোবন্ত সিনহারা আপাতত সম্মিলিতভাবে দায়িত্ব সামলাবেন।