শুক্রবার দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের বাড়িতে গেলেন তিনি। দেখা করলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের সঙ্গে। আপের তরফে বিষয়টি জানানো হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক রয়েছে। বিরোধী জোটের মুখ্যমন্ত্রীদের প্রায় সকলেই সেই বৈঠক বাতিল করলেও উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দিতেই শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন দিল্লি। সেখানে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের পর মমতা যান কেজরিওয়ালের বাড়িতে। কেজরীর বাড়িতেই গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বললেন মমতা। দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, কেজরিওয়ালের বাবা এবং মায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন আপ সাংসদ রাঘব চড্ডা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, জেলবন্দি কেজরিওয়ালের শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে খোঁজখবর নিয়েছেন। ‘সঙ্কট’-এর সময় আপের পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন বলে জানিয়েছেন চড্ডা।