কলকাতা

উত্তরবঙ্গ যাওয়ার আগে হঠাৎ অভিষেকের বাড়িতে এক ঘণ্টার বৈঠকে মুখ্যমন্ত্রী!

হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় – মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে । সূত্রের খবর, সোমবার উত্তরবঙ্গ যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে তাঁর বাড়ি গিয়েছিলেন তৃণমূলনেত্রী। কালীঘাটের বাড়িতে খোঁজ নিতে যাওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বলেও সূত্রের খবর। জানা গিয়েছে, দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টার বৈঠক হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।