পাওয়ার-বৈঠকে মমতার প্রতিনিধি অভিষেক
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ বিরোধীদের মধ্যে দূরত্ব বাড়ছে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে পরবর্তী বৈঠকে বিরোধীদের তরফ থেকে কে কে উপস্থিত থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । আর এই অনিশ্চয়তায় অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই মুহূর্তে যা খবর তাতে বিরোধীদের ডাকা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরবর্তী বৈঠকে নাও উপস্থিত থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ বৈঠকে মমতার নির্দেশে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তিনি দু’নম্বর । কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যেকোনও সিদ্ধান্তের সময় বরাবরই নেতৃত্বের ভূমিকায় থেকেছেন মমতাই । এখন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোকে একজোট করে সলতে পাকানো কাজে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । কিন্তু হঠাৎ করে তার এই অবস্থান বদল কেন ? সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে এমন প্রশ্ন ঘোরাফেরা করছে ।তবে কি একের পর এক বিরোধীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ও হাল ছাড়লেন বিরোধী ঐক্য জোরদার করতে রাষ্ট্রপতি নির্বাচনে এক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে? আসলে বিরোধী ঐক্য গড়ে তোলা যতটা সহজ মনে হয়েছিল, আদতে ততটা সহজ নয়। যত দিন এগিয়ে আসছে রাষ্ট্রপতি নির্বাচনের ততই কঠিন হয়ে উঠছে পরিস্থিতি।