কলকাতা

ভাঙড়ে কলকাতা পুলিশের অধীনে চারটি থানার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

গত জুলাই মাসেই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন গঠনের নির্দেশ তিনি দিয়েছিলেন পুলিশ কমিশনারকে। অবশেষে কলকাতা পুলিশের অধীনে চারটি থানার উদ্বোধন এদিন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে চার থানার উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। ভাঙড়ের উত্তর কাশিপুর, পোলেরহাট, চন্দনেশ্বর থানার প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত। এর মধ্যে পোলেরহাট ও চন্দনেশ্বর থানা দুটি নতুন। ইতিমধ্যেই থানাগুলিতে যাবতীয় সরঞ্জাম এসে পৌঁছেছে। থানা গুলিতে কলকাতা পুলিশের আধিকারিকদেরও মোতায়ন করা হয়েছে।  এদিন ধনধান্য স্টেডিয়াম থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দফতরের অনুষ্ঠানেও যোগ দেবেন। জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিতে পালিত হয়েছে ‘স্টুডেন্ট উইক ডে’। স্টুডেন্ট উইক ডে-র অধীনে একাধিক কর্মসূচি আয়োজন করা হয়েছে রাজ্যজুড়ে স্কুলে স্কুলে। তারই সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ট্যাবের টাকা-সহ একাধিক পরিষেবা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।