কলকাতা

উপনির্বাচনের প্রাক্কালে পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

হাতে আর পাঁচদিন সময়। তারপরই বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এই আবহে আবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সিতাই এবং মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন আছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর বেশ তাৎপর্যপূর্ণ। যদিও তিনি উপনির্বাচনের প্রচারে যাচ্ছেন না। কিন্তু পাহাড় থেকে সমতল সবক্ষেত্রের মানুষের সঙ্গে তাঁর দেখা হবে। তখনই মানুষের মাধ্যমে দলীয় প্রার্থীর সমর্থনে কিছু কথা বলতে পারেন। বন্যার সময়ও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের জেলায় পরিদর্শনে এসেছিলেন। তবে সেটা পাহাড় সফর ছিল না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই পাহাড় সফরে আসছেন। আগামী ১১ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং পৌঁছনোর কথা। এবার প্রথম দার্জিলিংয়ে এসে সরস মেলার উদ্বোধন করবেন তিনি। এই সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন ধরে তা চলবে। ১২ নভেম্বর সরস মেলার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের নানা প্রান্তের হস্তশিল্পীরা এই মেলায় যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে পাহাড়ে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে। কারণ সরস মেলা–সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে এই মাসে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এখানে এসেই জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে সূত্রের খবর।আর ১৪ তারিখ কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।