কলকাতা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তা মমতা ও অভিষেকের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে দলের তরফ থেকেও এই দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয়েছে । এ দিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, আমি আমাদের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই ! তৃণমূল কংগ্রেস পরিবারের প্রতি আপনাদের অক্লান্ত পরিশ্রম সবসময় মূল্যবান । তোমরাই আমাদের গর্ব । মানুষ এবং জাতির জন্য যে লড়াই তোমরা শুরু করেছো সেই লড়াই চালিয়ে যাও । কখনও হাল ছেড়ো না ।” মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় টুইট করে লিখেছেন, “তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি আমাদের ছাত্র পরিষদের সকল সদস্যকে আমার শুভেচ্ছা জানাই । গণতন্ত্রের প্রকৃত চেতনাকে সমুন্নত রাখার জন্য ছাত্রছাত্রীদের দীর্ঘ ও কঠিন লড়াই সর্বদা প্রশংসিত হবে । ভবিষ্যৎ তোমাদের, সর্বদা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো থাকো ।” একইভাবে দলের তরফ থেকে লেখা হয়েছে, “তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসাবে সকল সদস্যকে শুভেচ্ছা । এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের শুভেচ্ছা । আমি নিশ্চিত যে নিষ্ঠা ও বুদ্ধিমত্তা দিয়ে তোমরা এই জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে ।” তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই দিনটি উপলক্ষে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন । একইসঙ্গে তিনি জানান, “এ বারের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠান হবে অন্যান্য বারের থেকে আলাদা । এ বার আবার কলকাতার রাজপথ ছাত্রছাত্রীদের রেকর্ড জমায়েত দেখবে আগামিকাল । ছাত্রছাত্রীরা অপেক্ষা করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কী বার্তা দেন সেজন্য ।” তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকেই প্রত্যেক বছর ২৮ আগস্ট গান্ধি মূর্তির পাদদেশে তথা মেয়ো রোডে ছাত্র সমাবেশে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সমাবেশ থেকেই ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বার্তা দেন । অতএব গোটা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে ছাত্রছাত্রীরা । এ বছর অবশ্য ২৮ আগস্ট রবিবার পড়ে যাওয়ায় দিনটি পালন করলেও সমাবেশ হবে সোমবার । করোনা কালে দু বছর এই ছাত্র সমাবেশ করা যায়নি । ফলে ভার্চুয়াল সমাবেশ হয়েছে গত দু’বছর । এ বছর করোনার প্রকোপ কমতেই আবার মেয়ো রোডে ফিরেছে মূল অনুষ্ঠান ।