কলকাতা

Mamata writes Modi : গঙ্গাসাগরকে জাতীয় মেলার স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন আগেই গঙ্গাসাগরের প্রস্তুতি দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলাকে নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছিলেন । তিনি বলেন, কুম্ভ মেলাকে কোটি কোটি টাকা দিলেও গঙ্গাসাগরকে এক পয়সাও সাহায্য করে না কেন্দ্রীয় সরকার । সেই নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার আরও একবার সরব হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান । এ দিন নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, গঙ্গাসাগর মেলা নিয়ে আগেও আমি কেন্দ্রীয় সরকারকে অনেক চিঠি দিয়েছি ৷ আজ আরও একবার চিঠি দিচ্ছি । গঙ্গাসাগর মেলাতে আমরা প্রায় ২৫০ কোটি টাকা এ বছর খরচ করেছি । কুম্ভ মেলা স্বীকৃতি পেয়েছে, তাতে আমরা খুশি । কিন্তু কুম্ভ মেলা প্রত্যেক বছর হয় না । গঙ্গাসাগর মেলা প্রত্যেক বছর হয় । সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একটি দ্বীপের উপরে এই মেলা হয় । জল পেরিয়ে মানুষকে মেলা প্রাঙ্গণে যেতে হয় । গঙ্গাসাগর মেলায় প্রায় বিভিন্ন রাজ্য থেকে লাখো লাখো মানুষ আসেন । মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কোন দিকে কম আছি আমরা । এক কোটি মানুষ এখানে আসে । সারা বছর যদি ধরি তাহলে সেটা অনেক । গত বছরও আশি লক্ষেরও বেশি মানুষ এসেছিল । এ বছর আমার ধারণা, যেহেতু কুম্ভমেলা নেই, তাই গঙ্গাসাগরে জমায়েত এক কোটি ছাড়িয়ে যাবে । মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, অন্যেরা সাহায্য পেলে বাংলা কেন সাহায্য পাবে না । কেন গঙ্গাসাগর জাতীয় মেলা হবে না ? মুখ্যমন্ত্রী এ দিন এও জানিয়েছেন, রাজ্যের মন্দিরগুলির সংস্কারের জন্য সরকারি তরফে প্রায় ৭০০ কোটি টাকা খরচ করা হয়েছে । আরও বহু মন্দির সংস্কার করা হবে । তিনি জানান, শুধুমাত্র ১৬৫ কোটি টাকা খরচ করা হচ্ছে কালীঘাটের জন্য । দিঘায় জগন্নাথ মন্দিরের জন্য ২০৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে । এছাড়াও কচুয়া, চাকলা, অনুকূল ঠাকুরের মন্দিরের জন্যও অর্থ সংস্থান হয়েছে । ইস্কনকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে রাজ্যের তরফে । জল্পেশ মন্দির সংস্কার হয়েছে । বীরভূমের কঙ্কালীতলা মন্দিরের সংস্কারের কাজ সম্পূর্ণ । তারাপীঠের মন্দির সংস্কার হয়েছে । তারকনাথ মন্দির-সহ রাজ্যের একাধিক মন্দির সংস্কারের কাজ হয়ে গিয়েছে । শুধু হিন্দু ধর্মস্থান নয়, একইভাবে ফুরফুরা শরীফের উন্নয়নের জন্যও সরকার কাজ করেছে বলে এ দিন দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷