দেশ

‘নয়া ফৌজদারি আইন নিয়ে সংসদে পুনরায় আলোচনা হোক’, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

১ জুলাই থেকেই দেশে কার্যকরী হবে নয়া ফৌজদারি আইন। গত বছর ডিসেম্বর মাসে নয়া অপরাধ আইন পাশ করানো হয় লোকসভায়। আইন কার্যকরী করতে রাষ্ট্রপতির অনুমোদনও মেলে। তবে, নয়া অপরাধ আইন গোটা দেশে কার্যকরী করার তারিখ পিছিয়ে দেওয়া হোক এবং তিনটি আইন নিয়ে নবনির্বাচিত সংসদে পুনরায় আলোচনা করা হোক – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মমতা উল্লেখ করেছেন, ‘আমি মনে করি সংশোধিত এই আইনগুলি নিয়ে নতুন করে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। এগুলিকে নবনির্বাচিত সংসদে পুনরায় উপস্থাপন করা হোক।’ সংসদে এই নতুন সংশোধিত ফৌজদারি আইন পর্যালোচনা করার জন্য এটিকে গোটা দেশে কার্যকরী করার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়ার আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত বছর ডিসেম্বর মাসে পার্লামেন্টের দুই কক্ষ থেকে মোট ১৪৬ জন সাংসদকে অপসারিত করে দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতিতে ‘একতরফা’ ভাবে সংসদে কোনও আলোচনা না করেই এই তিনটি বিল পাশ করিয়ে নেওয়া হয়। কিন্তু, সেই তিনটি বিল পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। মমতা বলেন, ‘লোকসভার নবনির্বাচিত সদস্যরা যদি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনগুলি নিয়ে চিন্তাভাবনা করে এবং একটি ঐক্যমতে পৌঁছয় তবে এটি আরও ভাল হবে। আপনাকে অনুরোধ করছি তিনটি আইন প্রয়োগের বিষয়টি স্থগিত রাখার এবং নতুন করে পর্যালোচনা করার জন্য।’