কলকাতা

নির্বিঘ্নে ভোটের জন্য গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ বোঝাতে ঘেরাও শব্দ ব্যবহার করেছি, কমিশনকে জবাব মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ বোঝাতে ঘেরাও শব্দ ব্যবহার করেছি। কোচবিহারের সভায় বাহিনীকে ঘেরাওয়ের বার্তা দিয়েছিলেন মমতা। কেন এমন নিদান? তার ব্যাখ্যায় নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’দেশকে সুরক্ষিত রাখতে আধা সামরিক বাহিনীর ভূমিকাকে সম্মান করি। তবে ৬ এপ্রিল তারকেশ্বরের রামননগরে এক শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে অজ্ঞাতপরিচয় জাওয়ানদের বিরুদ্ধে। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করা হয়েছে। এফআইআর হয়েছে থানায়। অথচ দুর্ভাগ্যজনকভাবে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। তাছাড়া প্রথম দ্বিতীয় ও তৃতীয় দফার ভোটে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে বলপ্রয়োগ, একটি রাজনৈতিক দলের পক্ষে ভোটরাদের প্রভাবিত করার অভিযোগও রয়েছে। প্রথম তিনটি দফায় ৬,৮ ও ১৩৪টি অভিযোগ করেছি। তার মধ্যে কয়েকটি অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হয়নি। অথচ বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ডিজি, ডিজি নিরাপত্তা, এডিজি আইনশৃঙ্খলা. হাওড়া গ্রামীণ, আলিপুরদুয়ার, ডায়মন্ড হারবার, কোচবিহার, কলকাতা দক্ষিণের এসপি, ডিসি, ডিএসপি ও ইনস্পেক্টরেদর সরানো হয়েছে।’