কলকাতা

বন্দে-ভারত উদ্বোধনী অনুষ্ঠানেও জয় শ্রীরাম স্লোগান, ক্ষোভে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী

বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনের সরকারি অনুষ্ঠানেও জয় শ্রীরাম স্লোগান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান দিতে শোনা যায়। ক্ষোভে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীদের স্লোগান না দিতে অনুরোধ করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের অন্যান্য পদস্থ আধিকারিকরাও অপ্রীতিকর পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীকে মঞ্চে ওঠার জন্য বারবার অনুরোধ করেন রেলমন্ত্রী। কিন্তু তাতেও বরফ গলেনি মমতার। এই ঘটনায় ক্ষুব্ধ হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি রাজ্যপালকেও জানান।

আর এর পরেই মঞ্চে না ওঠার সিদ্ধান্ত নেন তিনি। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস কিছুক্ষণ পর মঞ্চে ওঠেন। কিন্তু মঞ্চের বাইরে বসে পড়েন মুখ্যমন্ত্রী। মঞ্চের বাইরে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উদ্দেশে যখন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে তখন মঞ্চে বসে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামানিক। মঞ্চে চুপচাপ বসে থাকতে দেখা যায় তাঁদের। যদিও বিজেপি সাংসদ সুভাষ সরকার হাত নেড়ে কর্মীদের থামতে বলেন। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ করেনি গেরুয়া বাহিনী। উল্লেখ্য এর আগে ২০২১ সালে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দেন। সেই ঘটনার পুনরাবৃত্তি হল আবার হাওড়ায়।