দেশ

‘গরিবের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়’, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বললেন মুখ্যমন্ত্রী

বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন ১০ তৃণমূল সাংসদ। প্রায় ২০ মিনিট তাদের মধ্যে বৈঠক চলে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা, আমাদের ১০ জন সাংসদদের দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলাম৷ আমরা রাজ্যের চাহিদা নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ তিনি আমাদের বলেছেন, কিছু ক্ল্যারিফিকেশন নিয়ে সমস্যার কারণে হয়ত টাকা আটকে আছে৷ আমরা বলেছিল, ১৫১টি কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে৷ তাঁদের কাছে সমস্ত ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে, তার পরেও টাকা আটকে আছে৷ আবার নতুন করে কী ক্ল্যারিফিকেশ দেব ৷’ কেন্দ্রীয়দলকে রাজ্যের তরফে সব ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরেও টাকা দেয়নি কেন্দ্র। এক লাখ ১৬ হাজার কোটি টাকা বাকি বাংলার বকেয়া। গরিবের টাকা বন্ধ করে রাখা ঠিক নয়।’ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একশো দিনের কাজের টাকা ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বকেয়া আছে। সংবিধানে টাকা দেওযার কথা বলা আছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২০২২-২৩ সালের বাজটে একশো দিনের কাজের বরাদ্দ নেই। একশো দিনের প্রকল্পে রাজ্যের বকেয়া আদায় নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় আধিকারিকরা।