ক্রাইম

উত্তরপ্রদেশে ফের ধর্ষণ করে খুন, পলাতক অভিযুক্ত

যোগীরাজ্যে আবারও তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ৷ এবারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মইনপুরি জেলার ভোগাঁও থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক তরুণীকে ধর্ষণের পর তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা ওই অভিযুক্ত ৷ নিহত তরুণীর বয়স ১৯ বছর ৷ তিনি বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ অভিযুক্ত যুবকের বয়স ২৫ বছর ৷ প্রাথমিক তদন্তে পুলিশের হাতে আসা তথ্য বলছে, অভিযুক্ত এবং ওই তরুণী, দু’জনই ভোগাঁওয়ের বাসিন্দা ৷ বুধবার ওই তরুণীর বাবা-মা যখন বাড়িতে ছিলেন না, তখন যুবক সেই বাড়িতে ঢোকেন এবং তাঁকে ধর্ষণ করেন ৷ তারপর তরুণীকে শ্বাসরোধ করে খুন করে চম্পট দেন অভিযুক্ত ৷ ঘটনা জানার পরই অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি ৷