জেলা

মাল নদীতে হড়পা বানের ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ, ঘোষণা মোদি-মমতার

জলপাইগুড়িঃ দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মাল নদীতে হড়পা বানের জেরে মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল মালবাজারের চা বাগান এলাকার বাসিন্দা।  নদীতে আচমকাই হড়পা বান আসায় মৃত্যু হল আট জনের। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সকালে টুইট করেছেন তিনি লিখেছেন, “দুর্গা প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বান আছড়ে পড়ে । ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । এই কঠিন পরিস্থিতিতে আমরা তাঁদের পাশে রয়েছি ।” তিনি জানান, এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ জন । মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে ৷ পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীও । তিনি জানান নিহতদরে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার । দেখুন সেই ভিডিও –