জেলা

হাওড়ায় ৯০ ফুট ট্যাঙ্কের মাথায় চড়ে বসলেন ব্যক্তি, উদ্ধারে হিমশিম দমকল

 হাওড়া স্টেশন চত্বরে একটি জলের ট্যাঙ্কে ভর দুপুর থেকে উঠে রয়েছেন এক ব্যক্তি। জলের ট্যাঙ্কটির উচ্চতা প্রায় ৯০ ফুট। ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে তৎপর দমকল ও পুলিশ বাহিনী। কয়েক ঘণ্টা ধরে চলছে লাগাতার চেষ্টা। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেলেও তাঁকে এখনও পর্যন্ত নামানো সম্ভব হয়নি। দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৮ টা, দীর্ঘ ৫ ঘণ্টাতেও ওই ব্যক্তিকে বহু চেষ্টা করেও নামানো যাচ্ছে না। ওই ব্যক্তি যাতে ঝাঁপ না দেয়, সেই জন্যই ধীর পদক্ষেপে এগানো হচ্ছে উদ্ধারকার্য। যখন সকলে তটস্থ তখন ওই ব্যক্তি কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছেন, সূত্রের খবর এমনটাই। ঘটনাস্থলে দমকল ইঞ্জিন থেকে ল্যাডার উঠিয়ে ৪ জন দমকলকর্মী ওই ট্যাঙ্কের কাছের একটি টাওয়ারে উঠেছিলেন।(ট্যাঙ্কের উচ্চতা পর্যন্ত) তবে ল্যাডার তোলার সময় ওই ব্যক্তি ট্যাঙ্কের অন্য দিকে একদম ধারে চলে যাচ্ছিলেন। এই মুহূর্তে ওপরে রয়েছেন ২ দমকল কর্মী। নিচে নেমে এসেছেন ২ কর্মী। ট্যাঙ্কের ২৫ ফুট নিচে পাতা হয়েছে দীর্ঘ জাল। যাতে ঝাঁপ দিলেও প্রাণ রক্ষা হয় ওই ব্যক্তির। কী কারণে তিনি অত উঁচুতে ট্যাঙ্কে উঠেছিলেন, তা জানা যায়নি। তৎপর দমকল ও পুলিশ। তবে এখনও ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি বলে খবর ।