দেশ

এয়ার ইন্ডিয়া বিমানের মেঝেতে মল-মূত্র ত্যাগ, গ্রেফতার যাত্রী

এবার এক যাত্রী বিমানের মেঝেতে মল-মূত্র ত্যাগ করেছেন বলে অভিযোগ উঠল এয়ার ইন্ডিয়ার বিমানে। বিমান যখন মাঝ আকাশে তখন ওই যাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে না গিয়ে আসনের পাশে মল ত্যাগ করেছেন বলে অভিযোগ। ইতিমধ্যে অভব্যতায় অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, মুম্বই-দিল্লি এআইসি ৮৬৬ নম্বরের একটি এয়ার ইন্ডিয়ার বিমানে ঘটনাটি ঘটেছে ২৪ জুন। পুলিশ জানিয়েছে, রাম সিং নামে এক যাত্রী ১৭এফ নম্বর সিটে বসেছিলেন। তিনি বিমানের মেঝেতে মল-মূত্র ত্যাগ করেছিলেন এবং থুথু ফেলেছিলেন। ওই যাত্রীর অভব্যতা বিমানের কেবিন ক্রু’দের নজরে আসার পর তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর বিমানটি অবতরণের পর এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা আধিকারিকদের প্রধান ওই যাত্রীকে স্থানীয় থানায় নিয়ে যান। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে।