এয়ার ইন্ডিয়ার বিমানে প্রবীণার গায়ে প্রস্রাবে অভিযুক্তকে গ্রেফতার করবে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফ থেকে বিবৃতি জারি করে গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্য়ক্তি মুম্বইয়ের বাসিন্দা হলেও সেখানে নেই। রয়েছে দিল্লির কোথাও। তাঁর খোঁজে ইতোমধ্যে তদন্ত দল গঠন করা হয়েছে। অভিযুক্ত একজন ব্যবসায়ী। অভিযুক্তের বিরুদ্ধে দিল্লি পুলিশ একাধিক ফৌজদারি আইনে মামলা রুজু করেছে। তাঁর মধ্যে রয়েছে শ্লীলতাহানির অভিযোগও। যে বিমানে ঘটনাটি ঘটেছে, সেই বিমানের সব কর্মীকেও দিল্লি পুলিশের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। প্রত্যেক কর্মীকে দিল্লি পুলিশ ডেকে পাঠিয়ে প্রয়োজনে জেরা করতে পারে। অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি আইনের ৩৫৪, ৫০৯ এবং ৫১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভারতীয় উড়ান আইনের ২৬ নম্বর ধারা ধার্য করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের অনুমান অভিযুক্ত ব্যক্তি দিল্লি সংলগ্ন কোনও এলাকাতেই আশ্রয় নিয়েছে।