কলকাতা

ব্যাঙ্কশাল আদালতে চত্বরে মানিককে দেখা মাত্রই ‘চোর চোর’ স্লোগান, চটি হাতে সজল ঘোষের নেতৃত্বে বিজেপির বিক্ষোভ

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পর মানিক ভট্টাচার্যকে আদালত চত্বরে দেখেই উত্তেজনা ছড়াল। জুতো হাতে উঠল ‘চোর, চোর’ স্লোগান। বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে আদালতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। চটি হাতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই সময়ে ব্যাঙ্কশাল আদালতে চরম উত্তেজনা। সজল ঘোষ বলেন, “চোরকে গ্রামে যেরকমভাবে শাস্তি দেওয়া হয়, গাছে বেঁধে ন্যাড়া করে শাস্তি দেওয়া হয়।