দেশ

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মানিক সাহা

দ্বিতীয়বারের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। বুধবার এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর পাশে দাঁড়িয়েই শপথ বাক্য পাঠ করলেন মানিক। মোদীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগরতলার বিবেকানন্দ ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগ দিতে গতকালই ত্রিপুরায় পৌঁছে যান মোদী-শাহ। তবে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বাম-কংগ্রেস জোট।