দেশ

মণিপুরে অশান্তির জেরে ৫দিন বন্ধ ইন্টারনেট পরিষেবা, জারি ১৪৪ ধারা

বিক্ষোভের জেরে বৃহস্পতিবার থেকে অশান্ত মণিপুর। দু’পক্ষের সংঘাতে বিক্ষিপ্ত গোলমাল। পরিস্থিতি সামলাতে শনিবার থেকে মণিপুরে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘কিছু দুষ্কৃতী ইন্টারনেটের মাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য ছড়িয়ে অশান্তি পাকাতে চাইছে।’ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাঁচ দিনের জন্য ফোনে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ জারি করেছেন মণিপুরের স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব। মণিপুরের বিষ্ণুপুর জেলা থেকে অশান্তির খবর আসার পরেই সিদ্ধান্ত। বিষ্ণুপুর জেলার পুলিস সুপারের রিপোর্ট অনুসারে শনিবার বিকেলে উপত্যকার জেলায় তিন-চারজন দুষ্কৃতী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। উপত্যকা জেলার পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ব্য়বস্থা নেয় পুলিশ। মণিপুরের বিষ্ণুপুর জেলায় ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন জেলাশাসক।