দেশ

বিজেপি শাসিত মণিপুরে জ্বালিয়ে দেওয়া হল সিআরপিএফ জওয়ানদের বাস

বিজেপি শাসিত রাজ্য মণিপুরে বাস ভর্তি জওয়ানদের পুড়িয়ে মারার ছক কষা হল। বাসটি সিআরপিএফ রক্ষীদের নিয়ে যাওয়ার সময় হামলা হয়। বাসটিকে ঘিরে তাতে আগুন ধরানো হয়। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আলোড়ন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আবার নতুন করে অশান্ত হয়ে উঠল মণিপুরের কাংপোকপি। সিআরপিএফের এই বাস জ্বালিয়ে দিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। যদিও এই ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি। কেউ আহত হননি বলে খবর। কিন্তু এই ঘটনা কারা ঘটাল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে এবার মণিপুর ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার নয়াদিল্লিতে অফিসারদের সঙ্গে এই বৈঠকে হিংসায় যারা মদত দিচ্ছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মেইতেই এবং কুকি—দুই সম্প্রদায়ের সঙ্গেই খুব শীঘ্রই বৈঠক করবেন তিনি। আর তার মধ্যেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। জাতিগত সংঘর্ষে রক্তাক্ত মণিপুর। তার মধ্যে মণিপুরের অভ্যন্তরীণ পরিস্থিতি সে রাজ্যের সরকারের নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাসে এই হামলার ঘটনা ঘটেছে সংঘর্ষ কবলিত কাংপোকপি এলাকায়।