দেশ

উ‍ৎসবের অনুষ্ঠানে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের

আসন্ন উ‍ৎসবের দিনগুলিতে যাতে অনুষ্ঠানে ভিড় উপচে না পড়ে তার জন্য আয়োজকদের সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই সঙ্গে ইন্ডোরে কিংবা শীততাপনিয়ন্ত্রিত স্থানে অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে মাস ব্যবহারকেও বাধ্যতামূলক করার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বৈঠকের পরেই ওই বিশেষ অ্যাডভাইজরি জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। পাশাপাশি রাজ্যগুলিকেও নমুনা পরীক্ষা ও টিকাকরণ বাড়ানোর উপরে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে। করোনা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকের পরে শুক্রবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৈঠকে করোনার নতুন ঢেউ মোকাবিলা করার জন্য আগের বারের মতোই কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে উ‍ৎসবের মরসুমে যাতে শারীরিক দুরত্ব বজায় রাখা যায়, সে দিকে নজর দিতে বলেন। মাস্ক ব্যবহার আপাতত বাধ্যতামূলক করা না হলেও যাতে সাধারণ মানুষ মাস্ক পরেন তার জন্য সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। হাসপাতালগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার দিকেও বাড়তি নজর দেওয়ার অনুরোধ জানান। বিদেশ থেকে আসা কিংবা ফেরা প্রত্যেকের গতিবিধির দিকে নিরবিচ্ছিন্ন নজরদারি চালানোরও অনুরোধ জানান। দুই বছর আগে করোনার প্রথম ঢেউয়ের সময়ে গয়ংগচ্ছ মনোভাব দেখানোর অভিযোগে বিদ্ধ হয়েছিল মোদি সরকার। এবার যাতে ওই অভিযোগ ফের না ওঠে তার জন্য প্রথম থেকেই অতি সক্রিয় স্বাস্থ্য মন্ত্রক।