জেলা

বর্ধমানে অজানা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি শতাধিক শিশু

সর্দিকাশি, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে একের পর এক শিশু ভর্তি হচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনা চিকিৎসকদের উদ্বেগ বাড়িয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে,এই উপসর্গ গুলো নিয়ে প্রতিদিন গড়ে ১০০- ১২০ জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালের শিশু বিভাগে। রোগীর বাড়তি চাপ সামলাতে বেড বাড়ানোর চিন্তা-ভাবনা হাসপাতাল কর্তৃপক্ষের। তবে কী কারণে জেলার একের পর এক শিশু এই রোগে আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে চিকিৎসকদের উদ্বেগ বাড়ছে। সমস্যা জানতে হাসপাতালের তরফে পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত দু’সপ্তাহ ধরে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তির সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে প্রায় ১৪০০-র মতো শিশু একই ধরনের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছে। গড়ে প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০ জন শিশুকে হাসপাতাল ভর্তি করতে হচ্ছে। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, সাধারণত ৬ থেকে ১২ বছর পর্যন্ত শিশুদেরই এই ধরণের সমস্যা বেশি হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় এখনও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।