Uncategorized

মুম্বইয়ের ভিওয়ান্ডি তালুকে কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হাইড্রোলিক তেলের গুদাম

আজ শনিবার ভোরে, মুম্বই থেকে ৪০ কিমি দূরে ভিওয়ান্ডি তালুকের একটি গ্রামে একটি হাইড্রোলিক তেলের গুদামে এই আগুন লাগে। আজ ভোরে স্থানীয়রাই প্রথম দেখতে পান, দাউদাউ করে জ্বলছে বেসরকারি সংস্থার ওই গুদামটি। সেখান থেকে বেরিয়ে আসছে লেলিহান অগ্নিশিখা। আর আকাশে কুণ্ডলি পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। এরপর তড়িঘড়ি তাঁরা খবর দেন দমকলে। খবর পেয়ে অকুস্থলে পৌছয় দমকলের ৬টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। তবে তারপরও আরও বেশ কিছুক্ষণ ধিকিধিকি আগুন জ্বলতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, গুদামটি মুম্বই-নাসিক হাইওয়ের কাছাকাছি অবস্থিত। সেখানে বিপুল পরিমাণ হাইড্রোলিক তেল, কাপড়, প্লাস্টিক ও রাসায়নিক দ্রব্য মজুদ ছিল। ফলে আগুন আরও দ্রুতবেগে গুদামটিকে গ্রাস করে ফেলে। গতকাল শুক্রবার মধ্যরাতেই এই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। যদিও ঠিক কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।