দেশ

উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস, ভাঙল ২টি জলবিদ্যুত্‍ কেন্দ্রের বাঁধ

উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস নেমেছে। চামোলি হিমবাহে ধস। ধুলিগঙ্গায় এই ধস নেমেছে চামোলির জেলার রেনি গ্রামে। ফলে ধুলিগঙ্গার দুইপাশে গ্রাম খালি করে ফেলার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। চামোলি জেলায় এই দুর্যোগ, জেলা আধিকারিক, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে তত্‍পরতার সঙ্গে কাজ করতে উদ্যত হয়েছে। সবরকম ব্যবস্থা করছে সরকার এবং কোনও গুজবে কান দেবেন না। এখনও পর্যন্ত জানা গিয়েছে এই তুষারধসের ফলে ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গা জলবিদ্যুত্‍ কেন্দ্রের ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটি জলবিদ্যুত্‍ কেন্দ্রেরই বাঁধ ভেঙে গিয়েছে বলে খবর। চামোলি জেলার তপোবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। হরিদ্বার ও ঋষিকেশে বাড়ছে গঙ্গার জলস্তর। দুর্যোগ মোকাবিলা দপ্তর সহ সমস্ত এজেন্সিকে এখন হাই অ্যালার্টে রাখা হয়েছে। জানা গিয়েছে তুষার ধসের ফলে নদীতে যেভাবে জলস্তর বাড়াতে শুরু করেছে তাতে আগামী ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে জল বের করতে হবে। তা না হলে, ক্রমাগত গঙ্গার জলস্তর বাড়তে থাকলে হরিদ্বার ও ঋষিকেশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।