দেশ

সিকিমে আটকে ১৫০০ পর্যটক, খারাপ আবহাওয়ায় করা যাচ্ছে না এয়ারলিফটও

টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে । শুক্রবার সকালে নতুন করে ধসের ঘটনা ঘটেছে উত্তর ও দক্ষিণ সিকিমে । এখনও পর্যন্ত সিকিমে ধসের ঘটনায় মৃত্যু হয়েছে ছয় জনের । অন্যদিকে, ধসের কারণে সিকিমে আটকে অন্তত দেড় হাজার পর্যটক । আর সাধারণ মানুষের পাশাপাশি তাঁদের নিয়েও দুশ্চিন্তায় সিকিম প্রশাসন । এ দিন সকালে টুং, দক্ষিণ সিকিমের লিঙ্গসে, লিঙ্গে ও পাইয়ংয়ের মূল রাস্তায় ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি ধসের ঘটনা ঘটেছে কাওখোলা ও সুন্তালে এলাকাতেও । যার ফলে সিংথামের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে ওই সব এলাকায়। পর্যটকদের উদ্ধারে উদ্যোগী হয়েছে সিকিম প্রশাসন। কিন্তু মূল সড়ক ধসে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আটকে রয়েছে উদ্ধারকাজ। বিকল্প কোন পথে পর্যটকদের উদ্ধার করা যায়, তা নিয়ে বৈঠকে সিকিম প্রশাসন। সাহায্য নেওয়া হতে পারে সেনার ৷ কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে করা সম্ভব নয় এয়ারলিফটও ।