দেশ

লোকসভার নিরাপত্তায় বড়সড় ফাঁক! দর্শকাসন থেকে ঝাঁপ দিলেন, ছড়িয়ে দিলেন হলুদ রঙের গ্যাস, ধৃত ২

 আজ, বুধবার লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন আচমকাই দর্শকাসন থেকে সংসদের চেম্বারে ঝাঁপ দেন দুই যুবক। সাংসদ খগেন মুর্মু বলার সময়েই ২ জনের ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গেই সংসদের ভিতরে শোরগোল পড়ে যায়। ওই দুই যুবককে ধরতে এগিয়ে যান সংসদের নিরাপত্তারক্ষীরা। ঠিক তখনই তারা সংসদের ভিতরে সন্দেহজনক গ্যাস ছড়িয়ে দেন। যার ফলে হলুদ ধোঁয়ায় ঢেকে যায় সংসদের অধিবেশন চত্বর। লোকসভার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দুই যুবক সভাকক্ষের মাঝে লাফিয়ে পড়ে বেঞ্চের উপর উঠে দাঁড়াচ্ছেন। ভয়ে সাংসদেরাও নিজ আসন ছেড়ে উঠে পড়েছেন। হামলাকারীরা হলুদ রঙের গ্যাস জাতীয় পদার্থ সভায় ছড়িয়ে দিচ্ছিলেন। এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে লাফিয়ে লাফিয়ে ধোঁয়া ছড়াচ্ছিলেন তাঁরা। সঙ্গে দিচ্ছিলেন স্লোগানও। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাদের আটক করা হয়। তড়িঘড়ি সংসদ থেকে বাইরে বের করা হয় সমস্ত উপস্থিত সাংসদদের। মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল? সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিস। এরই সঙ্গে সংসদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। কোনও সংসদের ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ধৃতদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। একাধিক কেন্দ্রীয় এজেন্সি তদন্তে যোগ দিতে পারে বলে সূত্রের খবর।