সরকারি টাকা পেতে যোগীরাজ্যে ভুয়ো গণবিবাহের আসর। ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্যে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, গণবিবাহের আসরে পাত্র নেই। মাথায় ঘোমটা টেনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন কনেরা। নিজেরাই নিজেদের গলায় মালা পরিয়ে বিয়ে করছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। ২৫ জানুয়ারি সমাজ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই আয়োজন করা হয়েছিল। যেখানে ৫৬৮ জন যুগলের নাম নথিভুক্ত করা হয়েছিল। প্রত্যেক যুগলকে সরকারের তরফে ৫১ হাজার টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। সেই টাকা পেতেই বিয়ের আসরে উপস্থিত ছিলেন কনেরা। বিয়ের আসরে হাজির থাকলেও, আদৌ কারও বিয়ে হয়নি বলে জানা গিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই একাধিক সরকারি আধিকারিক সহ বহু মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যাদের মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।