৯ বছরের নাবালককে অপহরণ করে ধর্ষণ। প্রমাণ লোপাটের জন্য শেষমেশ তাকে খুন করে ৩০ বছরের যুবক। ঘাতক যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সবকটি ধারায় দোষী সাব্যস্ত হওয়ার পর যুবককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল মথুরার বিশেষ আদালত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। চলতি বছরে ৮ এপ্রিল বিকেলে নামাজ পড়তে বেরিয়ে আর ঘরে ফেরেনি ওই নাবালক। খোঁজাখুঁজির পর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। নাবালকের খোঁজ শুরু করে পুলিশ। এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তখনই শেষবারের মতো সইফের সঙ্গে নাবালককে দেখা যায়। অভিযুক্ত যুবক নাবালকের বাবার ঘনিষ্ঠ ছিল। সেই ফুটেজ দেখার পর তাকে আটক করে পুলিশ। জেরায় অপরাধের কথা স্বীকার করে সে। এরপর নাবালকের বাড়ির অদূরেই তার মৃতদেহ খুঁজে পায় পুলিশ। ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২ মে আদালতে অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলায় মোট ১৪ জন সাক্ষীকে হাজির করা হয়। ২৬ মে সইফকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক।