কলকাতা

অবশেষে ১২ দিন পর অনশন প্রত্যাহার মেডিক্যাল কলেজে, ছাত্র সংসদ নির্বাচনে পড়ুয়ারাই

১২ দিনের লড়াই শেষে অবশেষে অনশন প্রত্যাহার করে নিল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা । সোমবার সন্ধ্যায় ফলের রস খেয়ে নিজেদের অনশন ভঙ্গ করে নিলেন অনশনকারীরা। বিশিষ্ট সমাজকর্মী এবং চিকিৎসক বিনায়ক সেন ফলের রস খাইয়ে অনশন ভাঙান। ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়ারা আমরণ অনশন শুরু করেছিলেন। এদিনও নাগরিক মিছিলের ডাক দিয়েছিলেন পড়ুয়ারা। তারপরই তাঁরা অনশন তুলে নেওয়ার কথা জানান। ঠিক হয়েছে, ছাত্ররাই ২২ তারিখে ছাত্র সংসদ নির্বাচন করবেন। চারজন বিশিষ্টের তত্ত্বাবধানে ওই নির্বাচন হবে বলে দাবি মেডিক্যাল পড়ুয়াদের। তাঁরা হলেন বিনায়ক সেন, বোলান গঙ্গোপাধ্যায়, সুজাত ভদ্র এবং অম্বিকেশ মহাপাত্র। চারটি শিক্ষাবর্ষের আড়াইশো করে মোট ভোটার ১০০০ জন। প্রার্থী ২০ জন। ভোটের ব্যাপারে ছাত্ররাই বউবাজার থানায় লিখিতভাবে জানাবে। কলেজ কর্তৃপক্ষকে মেল করে এবং লিখিতভাবে আজ কিংবা কাল ভোটের বিষয় ছাত্ররা জানিয়ে দেবেন।