দেশ

মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলায় গ্রেফতার বিজেপির মহিলা মোর্চার দুই নেত্রী

রাতে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কার্যালয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে বিজেপির মহিলা মোর্চার দুই নেত্রী সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় জড়িত থাকার অভিযোগে তৃণমুল কংগ্রেসের দুই নেতা-সহ বাকিদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাজ্য পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলার জন্য জনতাকে উসকে দেওয়ার অভিযোগে বিজেপির মহিলা মোর্চার দুই নেত্রী বেলিনা এম মারাক ও ডিলচে সিএইচ মারাককে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অধিকাংশই বিজেপির কর্মী-সমর্থক। উল্লেখ্য, গতকাল তুরাকে শীতকালীন রাজধানী করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখায় একাধিক পাহাড়ি সংগঠন। ওই বিক্ষোভের সময়েই মুখ্যমন্ত্রির কার্যালয় লক্ষ্য করে ব্যাপক পাথরবৃষ্টি করা হয়। উন্মত্ত জনতার ছোড়া পাথরে আহত হন মুখ্যমন্ত্রীর দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তা কর্মী। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য সোমবার রাতেই তুরায় কার্ফু জারি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সঙ্গে হামলাকারীদের পাকড়াও করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়। তবে অশান্তির আশঙ্কায় মঙ্গলবার জেলার স্কুল-কলেজ-সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এদিন তুরায় দোকান-সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান খুললেই চাপা আতঙ্ক লক্ষ্য করা গিয়েছে।