দেশ ভাইরাল

রামনবমীতে গেরুয়া পতাকা নিয়ে দরগার ছাদে স্লোগানিং

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রামনবমীতে অশান্তির আবহ। রামনবমীর মিছিল থেকে আচমকা এক দল লোক বেরিয়ে চলে যান দরগায়। গেরুয়া পতাকা নিয়ে চলতে থাকে স্লোগানিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রামনবমীর দিন রবিবার। সকাল থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় চলছিল রামনবমীর উদযাপন। মিছিলও বের করে বিভিন্ন হিন্দুবাদী সংগঠন। স্থানীয় সূত্রে খবর, প্রয়াগরাজের সিকান্দার এলাকাতেও রামনবমী উপলক্ষে একাধিক মিছিল বেরিয়েছিল। সেখানকার গাজ়ি মিঞা দরগার পাশ দিয়ে যাওয়ার সময় একদল লোক বাইক ঘুরিয়ে গেরুয়া পতাকা নিয়ে দরগায় চলে যায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, দরগার মাথায় উঠে কয়েকজন যুবক গেরুয়া পতাকা উড়িয়ে স্লোগানিং দিচ্ছে তো বাকিরা দরগার গেট আটকে হল্লা করছে। দলের থেকে তিনজন পাঁচিল বেয়ে উঠে যায় দরগার ছাদে আর বাকি জনা পনেরো ব্যক্তি নীচে দাঁড়িয়ে গলা ফাটিয়ে হিন্দুত্ববাদী স্লোগান দিতে থাকে। রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তিরা মহারাজা সুহেলদেব সম্মান সুরক্ষা মঞ্চের সদস্য। অশান্তির আবহ আঁচ করে খবর যায় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয় গোটা দলকে। শুধু তাই নয়, গঙ্গানগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ কুলদীপ সিং গুণাওয়াত জানিয়েছেন, যারা এমন কাণ্ড ঘটিয়েছেন, তাদের চিহ্নিত করে কড়া অ্যাকশন নেওয়া হবে।