আগামী বৃহস্পতিবার ভাইফোঁটার দিন উত্তর-দক্ষিণে ২৩৪টি ট্রেন চালাবে মেট্রো রেল। রবিবার মেট্রোর তরফে নির্দেশিকায় জানানো হয়েছে ওইদিন আপ লাইনে ১১৭টি আর ডাউনে ১১৭টি ট্রেন চালানো হবে। কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বরে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। আবার দমদম থেকে কবি সুভাষে ট্রেন ছাড়বে সকাল ৬টা বেজে ৫০মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বর স্টেশনে প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়ার কথা। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য ট্রেন রওয়ানা হবে সকাল সাতটায়। এদিকে দক্ষিণেশ্বর থেকে রাতের শেষ ট্রেনটি ছাড়বে ৯টা ২৮ মিনিটে। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার ট্রেন রওয়ানা হবে ৯টা ৩০ মিনিটে। যদিও কবি সুভাষ থেকে দমদম যাওয়ার জন্যে শেষ ট্রেনটি পেতে হলে আরও দশ মিনিট অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার। ওইদিন দমদম আর কবি সুভাষ রাতের শেষ ট্রেন ছাড়বে ৯টা ৪০মিনিটে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর তরফে জানানো হয়েছে, ভাইফোঁটার দিন মোটা ৯০টি ট্রেন চালানো হবে। প্রতি ২০ মিনিট অন্তর. ট্রেন চলবে। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে আর শেষ ট্রেন রওয়ানা হবে রাত দশটায়।