কলকাতা

পুজোর চারদিনের মেট্রো পরিষেবার সময়সীমা পরিবর্তন

পুজোর চারদিনের মেট্রো পরিষেবার সময়সীমা পরিবর্তন করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৩ অক্টোবর অর্থাত্‍ সপ্তমী থেকে দশমী পর্যন্ত পরিষেবা শুরু হবে সকাল ১০ টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। অর্থাত্‍ রাতে আরও আধঘণ্টা বেশি পরিষেবা পাওয়া যাবে। জানানো হয়েছে, পুজোর চারদিন ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। মোট চলানো হবে ৬৮টি মেট্রো। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ট্রেন চলার সময় নির্ধারিত হয়েছে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। এই রুটে ২০ মিনিটের পরিবর্তে দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে ৩০ মিনিট। পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর রাতের মেট্রো পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নেয় মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, ”করোনা পরিস্থিতিতে আমরা শুধুমাত্র জরুরি পরিষেবাটুকুই দিতে চাই। কোনও ভাবেই ভিড়কে উত্‍সাহিত করা আমাদের উদ্দেশ্য নয়।”