ফের মেট্রো স্টেশনে আত্মহত্যা। বৃহস্পতিবার সকাল ১০টা বেজে ১০ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। কালীঘাট ডাউন লাইনে আত্নহত্যা করেন একজন। আপাতত মেট্রো বন্ধ টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো রেল চলছে৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে যা জানা গিয়েছে, দু’টি ছেলে এবং মেয়ে দাঁড়িয়ে ছিল মেট্রো স্টেশনে। তাঁদের মধ্যে তর্কাতর্কি চলছিল। হঠাৎ ছেলেটি মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে দেন। এখনও পর্যন্ত জানা যায়নি যে তাঁকে বাঁচানো গিয়েছে কিনা। তবে এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি। কাজ চলছে লাইনে। যেহেতু অনেকটা অংশ জুড়ে পরিষেবা বন্ধ, ফলে বৃহস্পতিবার সকালে অসংখ্য অফিসযাত্রীর ভোগান্তি হচ্ছে।