কলকাতা

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ঈদের দিন বিশেষ পরিষেবার ঘোষণা কলকাতা মেট্রোর

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আগামী মঙ্গলবার পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বিশেষ পরিষেবার ব্যবস্থা গ্রহণ করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ বিশেষ মেট্রো পরিষেবার কথা জানিয়েছে ৷ ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে ছুটির মেজাজে থাকবে তিলোত্তমা ৷ সবমিলিয়ে শহরবাসীর স্বার্থে মেট্রোয় বিশেষ পরিষেবা প্রদান করার সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোও মিলবে সকাল ৬টা ৫০মিনিটে ৷ অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর, দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে ৷ আর দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭ টায়।

একনজরে দেওয়া যাক দিনের শেষ মেট্রো পরিষেবার সূচিতে-

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪০ মিনিটে ৷ ওই একই সময়ে কবি সুভাষ থেকে রওনা হবে দমদমগামী দিনের শেষ মেট্রো ৷ আর কবি সুভাষ থেকে থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। তবে ক্রমবর্দ্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঈদে নর্থ-সাউথ করিডরে কম ট্রেন চালাবে কলকাতা মেট্রো ৷ যেখানে সপ্তাহের অন্যান্য কাজের দিন নর্থ-সাউথ করিডরে ২৭২টি ট্রেন চলে সেখানে ঈদের দিন চালানো হবে ২৩৪ টি ট্রেন (১১৭ আপ ও ১১৭ ডাউন)। যদিও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় কমছে না ট্রেন সংখ্যা ৷