কলকাতা

আজ থেকে কলকাতায় চালু হল মেট্রোর ‘স্টাফ স্পেশ্যাল’

কলকাতাঃ আজ বৃহস্পতিবার চালু হল কলকাতা মেট্রো ও ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ কিন্তু সাধারণ যাত্রীরা এখনই ওই ট্রেনে উঠতে পারবেন না৷ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনগুলির ট্রায়াল রান চালু করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ সরকার অনুমতি দিলে যাতে কোনও রকম বাধা ছাড়াই পরিষেবা পুনরায় চালু করা যায় তার জন্যই নিজেদের প্রস্তুত রাখতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ৷ এছাড়া বৃহস্পতিবার থেকেই চলা শুরু করল ইস্ট-ওয়েস্ট মেট্রো৷ চালু হওয়া বিশেষ এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘স্টাফ স্পেশ্যাল’৷ শুধুমাত্র মেট্রো কর্মীরাই এই ট্রেনে চড়তে পারবেন। সাধারণ যাত্রীদের জন্য নয়৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর‘স্টাফ স্পেশ্যাল’ ট্রেন রোজ সকাল ১০টায়  কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে ছাড়বে। অন্যদিকে বিকেল ৪টের সময়  ওই দুই স্টেশনে ফিরবে। নিয়ম মেনে প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। শুধুমাত্র মেট্রো কর্মীরাই সেই ট্রেনে চড়তে পারবেন। প্রত্যেককেই সঙ্গে রাখতে হবে মাস্ক। মানতে হবে সামাজিক দূরত্ব বজায়ের বিধিও। লকডাউনে বন্ধ রয়েছে কলকাতার লাইফ লাইন৷ ফের কবে থেকে চলবে কলকাতা মেট্রো তা এখনও ঠিক হয়নি৷ তবে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, সবরকম ভাবে নিজেদের প্রস্তুত রাখার জন্য| মেট্রোরেল সূত্রে খবর, কলকাতা মেট্রো চলাচলের ক্ষেত্রে যে কোনও দিন কেন্দ্রের নির্দেশ আসতে পারে৷ তার জন্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ এখন শুধু অপেক্ষা লকডাউন ওঠার৷