বুধবার দুপুর পৌনে ১ নাগাদ কুন্নুরের নীলগিরি চা বাগানে ভেঙে পড়ে বিপিন রাওয়াতের কপ্টার। দুর্ঘটনার কবলে পড়া চপারের ১৪ জনের মাত্র এক জন বেঁচে আছেন৷ তিনি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ আর কেউ বেঁচে নেই৷ সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়া সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে৷ সূত্রের খবর, বরুণ সিং বর্তমানে ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসাধীন৷ কিন্তু, শরীরের অধিকাংশটা পুড়ে যাওয়ায় চিন্তায় চিকিৎসকরা৷ তাঁকে কি আদৌ বাঁচানো সম্ভব- এ প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেউই৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মৃতদের প্রতি শোক প্রকাশ করে একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ তিনি জানিয়েছেন, বরুণ সিং বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন৷
My heart goes out to the families of those who lost their loved ones in this accident. Praying for the speedy recovery of Gp Capt Varun Singh, who is currently under treatment at the Military Hospital, Wellington.
— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) December 8, 2021
Indian Air Force’s Group Captain Varun Singh, injured in military chopper crash, was awarded Shaurya Chakra on this year’s Independence Day for saving his LCA Tejas fighter aircraft during an aerial emergency in 2020. pic.twitter.com/BR53FlS18M
— ANI (@ANI) December 8, 2021