জেলা

বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করেনি। ভোটের নির্ঘন্ট প্রকাশ না হলেও আগামী বছরের নির্বাচন নিয়ে কোমর বেঁধে নেমেছে শাসক-বিরোধী সব পক্ষ।  বিজেপি সূত্রে জানা গিয়েছে, মিঠুন চক্রবর্তী আগামী ২৩ নভেম্বর থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রচার শুরু করবে। ওইদিন পুরুলিয়ার লুধুড়কায় জনসভা দিয়ে এই প্রচার শুরু করবেন তিনি। গেরুয়া শিবির সূত্রে খবর, ওই মঞ্চে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। ২৩ নভেম্বরের পরদিন বৃহস্পতিবার অর্থাৎ ২৪ তারিখে মিঠুন চক্রবর্তী সভা করবেন বাঁকুড়ায়। এরপর শুক্রবার ২৫ নভেম্বর বিষ্ণুপুরে এবং ২৬ নভেম্বর আসানসোলে সভা করবেন বিজেপির তারকা নেতা। ২৭ নভেম্বর মিঠুন সভা করবেন কেষ্টর গড় বোলপুরে। ২৩ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সব কর্মসূচিতে মিঠুনের সঙ্গে সজ্ঞ দেবেন সুকান্ত মজুমদার।