এবার অবশ্য প্রকাশ্যেই তৃণমূলকে হারাতে সব দলকে জোট বাঁধার বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ এ দিন আসানসোলে দলের বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের মতো শক্তিকে হারাতে বিরোধী দলগুলিকে এক জায়গায় আসার পক্ষে সওয়াল করেন মিঠুন৷ মহাগুরু অবশ্য বুঝিয়ে দিয়েছেন এটি নেহাতই তাঁর ব্যক্তিগত মত৷ জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে৷ এ দিন আসানসোলে মিঠুন যখন একথা বলছেন, তখন অবশ্য তাঁর পাশেই ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷