আপ বনাম বিজেপি দ্বৈরথে কয়েকদিন ধরেই উত্তাল দিল্লির রাজনীতি ৷ মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, আপ ভেঙে বিজেপিতে গেলে সমস্ত মামলা থেকে রেহাই পেতেন ৷ অফার ছিল ‘মুখ্যমন্ত্রীত্বর’ও৷ এবার তাতেই নতুন পরত চড়ালেন কেজরিওয়াল ৷ রাজধানীর মুখ্যমন্ত্রীর দাবি, আপের বেশ কিছু বিধায়কের উপর চাপ সৃষ্টি করছে গেরুয়া শিবির ৷ ইডি-সিবিআইয়ের ভয় তো বটেই, প্রলোভন দেখানো হয়েছে কোটি কোটি টাকারও ৷ আপ প্রধান জানিয়েছেন, সেই সংখ্যাটা ২০ কোটি ৷ রবিবার জানা গিয়েছিল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ ১৫ জনের বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করেছে সিবিআই ৷ দিনভর নাটক, টুইট যুদ্ধ চলার পর শেষপর্যন্ত জানা গিয়েছিল, সেরকম কিছু হয়নি ৷ ঠিক পরদিন সকালে একটি টুইট করে মণীশ সিসোদিয়া দাবি করেন, তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি ৷ বিনিময়ে ইডি, সিবিআই-সহ অন্যান্য তদন্তকারী সংস্থার হাত থেকে মুক্ত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ একই সঙ্গে তিনি বলেন, “আমি সাফ জানিয়ে দিয়েছি, আমার বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি কেস ভুয়ো ৷ আমি কোনওভাবেই দুর্নীতিগ্রস্থদের দলে যোগ দেব না ৷” মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটকের মতো দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ চালাচ্ছে পদ্মশিবির ৷ গত কয়েকদিন ধরেই বারবার এই দাবিতে সরব হয়েছে আপ নেতৃত্ব ৷ কেজরিওয়াল, সিসোদিয়া একাধিকবার প্রকাশ্যে অভিযোগ করেছেন, বিজেপি সরকার ফেলার চেষ্টা করছে । সাংবাদিক বৈঠকে সঞ্জয় সিং জানিয়েছেন, অজয় দত্ত, সঞ্জীব ঝাঁ, সোমনাথ ভারতী এবং কুলদীপকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে । অন্যথায়, প্রত্যেকের পেছনে ইডি-সিবিআই ‘লেলিয়ে’ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷