জেলা

হাওড়ার জোমজুড়ে গরুচোর সন্দেহে যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে গণধোলাই, ম্যাটাডোরে আগুন

গরুচোর সন্দেহে যুবককে ল্যাম্প পোস্টে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠল। শুধু তাই নয় একটি ম্যাটাডোরে আগুন লাগিয়ে দিলেন উত্তেজিত জনতা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জোমজুড়ের সলপে। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে মারধর ও অগ্নি সংযোগের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার রাতে ডোমজুড়ের সলপ এলাকায় স্থানীয়রা চারজন যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন। ওই সন্দেহভাজন যুবকেরা সঙ্গে এনেছিল একটি ম্যাটাডোর। এদিন স্থানীয়রা ওই যুবকদের ডাকলে তারা পালিয়ে যায়। এরপর তাদেরকে ধাওয়া করে একজনকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে একটি ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে রাখে এলাকার লোকজন। বেঁধে রেখে তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা জানান, বিগত কয়েকদিন ধরে এলাকার বহু বাড়ি থেকে গবাদি পশু গরু উধাও হয়ে যাচ্ছে। এইভাবে দিনের পর দিন ঘটছে বলে জানান তারা। স্থানীয়দের দাবি, এলাকা থেকে গরুগুলি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা হাতেনাতে ধরার জন্য শনিবার রাতে তারা এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। সেই সময় রাতে চার যুবক ম্যাটাডোর নিয়ে ওই এলাকায় ঢোকে বলে জানান স্থানীয়রা।  এরপর সন্দেহ হওয়ায় একজনকে ধরে বেঁধে মারধর করার পাশাপাশি ম্যাটাডোরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। অন্যদিকে এই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন যুবককে স্থানীয়দের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যুবককে মারধর করা এবং ম্যাটাডোরে অগ্নি সংযোগের ঘটনায় ৬ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পাসাপাশি ওই যুবকরা গাড়ি নিয়ে রাতে ওই এলাকায় কেন ঢুকেছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।