বিনোদন

মানবাধিকার হরণ করছে মোদি সরকার, দিল্লির কৃষকদের পাশে দাঁড়ালেন গ্রেটা থুনবার্গ, রিহানারা

গত ২ মাসের বেশি সময় ধরে কেন্দ্রের নয়া ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লীর সীমান্ত এলাকাগুলোতে আন্দোলন চলছে কৃষকদের। গত ২৬ জানুয়ারি তা বৃহৎ আকার ধারণ করে। দেশজুড়ে অনেকেই কৃষকদের পাশে দাঁড়িয়ে এই আইন প্রত্যাহারের ডাক দিয়েছেন। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন গ্রেটা থুনবার্গ। এই তরুণ পরিবেশ আন্দোলন কর্মী মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি খবরের লিঙ্ক। সিএনএন-এর সেই লিঙ্ক শেয়ার করে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। গ্রেটার আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন আমেরিকার পপস্টার রিহানা। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। তার কড়া জবাবও দিয়েছিল বিদেশ মন্ত্রক।এমনকি গতকাল রিহানাও কৃষক বিক্ষোভের ওই লিঙ্ক শেয়ার করে লেখেন, “কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?” ভারতে ঘটে চলা কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝিয়ে দিতে চেয়েছেন তিনি। একই সঙ্গে ওই বিক্ষোভকারীদের সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন পোস্টে। রিহানার এই টুইট দেখে তাঁকে আক্রমণ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। রিহানার বিরোধিতা করে তিনি টুইটে লিখেছেন, “কেউ এ সব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয় জঙ্গী।”এদিকে, পপ সেনসেশন রিহানার পর এবার ভারতের বিক্ষোভরত কৃষকদের সমর্থনে টুইট করলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা। বুধবার টুইটারের দেওয়ালে কৃষিবিলের বিরোধিতায় বসা মহিলাদের ছবি পোস্ট করে একটি বিস্ফোরক ক্যাপশন জুড়ে দেন মিয়া।