দেশ

হাইকোর্টে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করতে চলেছে মোদি সরকার

হাইকোর্টে এবার অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করতে চলেছে কেন্দ্র। খবর তেমনই। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইন মন্ত্রক এই ব্যাপারে শীঘ্রই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রস্তাব পাঠাবে। অবসরে যাওয়া বিচারপতিদের একটি প্যানেল তৈরি করা হবে। প্যানেল হবে রাজ্যওয়ারি, যার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। প্যানেল তৈরি করে তিনি কেন্দ্রীয় আইন মন্ত্রককে পাঠিয়ে দেবেন। সূ্ত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্যানেল তৈরির আগে প্রত্যেক অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে কথা বলবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। চাইবেন সম্মতি। জানা গিয়েছে, ২০২১-য়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টের কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এনভি রামানাকে একটি চিঠি পাঠান। চিঠিতে আর্জি রাখেন কেন্দ্রের প্রস্তাব কলেজিয়ামের সামনে পেশ করা। জানতে চাওয়া কলেজিয়ামের মতামত। সূত্রে খবর, প্রতি হাইকোর্টে সর্বাধিক পাঁচজন অবসর প্রাপ্ত বিচারপতি নিয়োগ করতে চাইছে। বিচারপতি পদে থাকার মেয়াদ মাত্র দুই বছর। তবে এই নিয়োগের শর্ত  হল, বিচারপতি শুধুমাত্র হাইকোর্টের মামলা ছাড়া অন্য কোনও ধরনের আইনি কার্যকলাপে জড়িত থাকতে পারবেন না। আর নিয়োগ হবে অ্যাডহক ভিত্তিতে। এখন প্রশ্ন হল, আচমকাই সরকার কেন্দ্র কেন এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্টমহল মনে করছে, বেশ কয়েকটি মামলায় হাইকোর্টে মোদি-বিরোধী রায় দিয়েছে। মোরবির কথাই ধরা যাক। হাইকোর্টে মুখ পুড়েছে গুজরাত সরকারের।