দেশ

ভিডিও কনফারেন্সে মরিসনের সঙ্গে বৈঠক করলেন মোদি

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেই বাণিজ্যের একটা নতুন দিশা দেখাল দ্বিপাক্ষিক এই ‘ভার্চুয়াল সামিট’। বৈঠকের পর ট্যুইট করে এ কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকে পরস্পরের মুখোমুখি হয়েছিলেন মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মোদি জানিয়েছেন,খুব ভাল আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির জন্য এই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক সারতে হল ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে।
এ দিনের বৈঠকে দু’দেশের অর্থনীতি, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ বেশি কিছু বিষয় উঠে এসেছে। মোদি বলেন, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এই সম্পর্ককে আরও মজবুত করতে সহায়তা করেছে।