বিনোদন ভাইরাল

কাতার থেকে ভারতীয় নৌসেনা অফিসারদের মুক্তির জন্য শাহরুখের দ্বারস্থ প্রধানমন্ত্রী মোদি!

কাতারের একটি আদালত অনির্দিষ্ট অভিযোগের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত থাকা আট প্রাক্তন ভারতীয় নৌ অফিসারকে মুক্তি দিয়েছে। সোমবার দিল্লির বিদেশ মন্ত্রক এই খবর জানিয়েছে। এর মধ্যে সাতজন ইতোমধ্যেই ভারতে ফিরে এসেছেন। মঙ্গলবার বিজেপি নেতা সুব্রহ্ম্যনিয়ম স্বামী দাবি করেন যে সদ্য কাতারে বন্দি নৌসেনারা যে মুক্তি পেয়ে দেশে ফিরতে পেরেছেন, এই জটিল কূটনৈতিক সমস্যা মিটেছে শাহরুখ খানের হস্তক্ষেপেই। এরপরেই অবশ্য অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে ঘটনা পুরোপুরি অস্বীকার করেন শাহরুখ। আসলে কিংখানের নাম জুড়ে দিলেন বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুব্রহ্ম্যনিয়ম স্বামী বলেন, এই মুক্তির নেপথ্যে বড় ভূমিকা রয়েছে বলি তারকার। তাঁর দাবি, কাতারের শীর্ষনেতাদের সঙ্গে আলোচনা সফল না হওয়ায় খোদ মোদীই শাহরুখকে অনুরোধ করেছিলেন, এই বিষয়ে মাথা ঘামাতে। এরপর দোহাতে এএফসি এশিয়ান কাপের ফাইনালে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয় শাহরুখের। এই সমঝোতার মধ্যে কোনও আর্থিক অঙ্কও থাকতে পারে বলে ইঙ্গিত ওই বিজেপি নেতার। তাঁর এই দাবির পরেই হইচই পড়ে যায় নেটপাড়ায়। এরপরেই শাহরুখ খানের তরফ থেকে একটি অফিসিয়াল বিবৃতি জারি করা হয়, যেখানে স্পষ্ট এই যোগের কথা অস্বীকার করেন শাহরুখ। পাশাপাশি তিনি জানিয়ে দেন যে কূটনৈতিক বিষয়গুলি নেতারাই সমাধান করেন। অন্যান্য ভারতীয়দের মতো শাহরুখও খুশি যে আট প্রাক্তন নৌসেনারা মুক্তি পেয়েছে।